অনলাইন জন্মনিবন্ধন যাচাই করার নিয়ম
অনলাইন জন্মনিবন্ধন যাচাই করার নিয়ম সম্পর্কে জানতে চান তাহলে আপনি সঠিক জাইগাতে এসেছেন। জন্মনিবন্ধন প্রত্যেক দেশের প্রত্যেক নাগরিকের একটি পরিচয়পত্র হিসেবে ভূমিকা রাখে।তাই আপনার জন্মনিবন্ধন ঠিক আছে কিনা তা জানার কোনো বিকল্প নেই।এই ওয়েব সাইটের মাধ্যমে জানতে পারবেন অনলাইন জন্মনিবন্ধন যাচাই করার নিয়ম সম্পর্কে।
![]() |
অনলাইন জন্মনিবন্ধন যাচাই করার নিয়ম |
প্রতিটি মানুষের উচিত তার জন্মনিবন্ধন সম্পর্কে খোজ নেওয়া। বাংলাদেশের নাগরিক হিসাবে জন্মসূত্র প্রমাণ হিসেবে জন্মনিবন্ধন করে নিতে হই জন্মগ্রহন করার পরেই। কিন্তু অনেক সময় জন্মনিবন্ধন করার পর তা হাতে পেতে অনেক দেরি হই বা অনেক লিখাও ভুল থাকে বা প্রয়োজনীয় সময় জন্মনিবন্ধন যাচাই করতে হয়। তাই অনলাইন জন্মনিবন্ধন যাচাই করার নিয়ম সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
পোস্ট সুচিপত্রঃ অনলাইন জন্মনিবন্ধন যাচাই করার নিয়ম
অনলাইন জন্মনিবন্ধন যাচাই করার নিয়ম
আপনার জন্মনিবন্ধন বা জন্মসনদ টি অনলাইনে আছে কিনা সেটা কিন্তু খুব সহজেই আপনার হাতে এ থাকা স্মার্ট ফোন দিয়ে চেক করতে পারবেন। স্মার্ট ফোন দিয়ে ইন্টারনেটের মাধ্যমে অনলাইন জন্মনিবন্ধন যাচাই করা যাই। শুধু ইন্টারনেট কানেক্ট থাকতে হবে। খুব সহজে অনলাইন জন্মনিবন্ধন যাচাই করার নিয়ম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হলো।
আরো পড়ুনঃ কচু শাকের পুষ্টিগুণ
প্রথমে আপনি গুগল অথবা গগুল ক্রমে চলে যাবেন ।এরপর সার্চ অপশনে verify bdris gov bd লিখে সার্চ করবেন ।এরপর দেখবেন আপনার কাঙ্ক্ষিত লিংক টি চলে আসবে ।তারপর লিংক এর ওয়েবসাইটে ঢুকে যাবেন।তারপর আপনার Birth Registration Number দিতে হবে।এরপর আপনার Date of Birth (YYYY-MM-dd) এই অপশনে শুরুতে বছর,এরপর মাসের নাম,সবশেষে তারিখ দিতে হবে ।এরপর ক্যাপচা কোড আসবে। যেখানে দুইটা ডিজিট আসবে যা যোগ করতে হবে।এরপর যোগফলটি নিচে বসাতে হবে।
আরো পড়ুনঃ ড্রাগন ফলের পুষ্টিগুণ
এরপর তথ্যগুলো ব্লার অবস্থায় আসবে নিরাপত্তা জনিত কারনে।তাই ভয় পাওয়ার দরকার নেই ।এরপর নিচে সার্চ লিখা অপশনে ক্লিক করবেন।আপনার জন্মনিবন্ধন অনলাইনে থাকলে আপনার তথ্যসমূহ ্চলে আসবে।আর অনলাইনে না আসলে বুঝবেন আপনার জন্মনিবন্ধন অনলাইনে নেই ।এভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনার জন্মনিবন্ধন টি অনলাইনে আছে কিনা।
জন্মনিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার নিয়ম
অনলাইন জন্মনিবন্ধন যাচাই করার নিয়ম এর মাধ্যমে আপনি জন্মনিবন্ধন বাংলা থেকে ইংরেজিও করতে পারবেন। আপনার জন্মনিবন্ধনটি যদি অনেকদিনের হয়ে থাকে তাহলে আপনার জন্মনিবন্ধনটি বাংলাতে করা দেখতে পাবেন।এখন আপনারা জানতে পারবেন কিভাবে জন্মনিবন্ধনটি বাংলা থেকে ইংরেজিতে করতে পারবেন। আপনার হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে আপনি খুব সহজেই আপনার জন্মনিবন্ধন টি বাংলা থেকে ইংরেজিতে করতে পারবেন।
আরো পড়ুনঃ ছাত্র অবস্থায় টাকা ইনকাম করার উপায়
প্রথমে আপনাকে গুগল ক্রমে সার্চ বারে গিয়ে bdris.gov.bd লিখে সার্চ করতে হবে । এরপর জন্ম ও মৃত্য নিবন্ধন এর হোমপেজ আসবে। পেজটির উপরে তিনটি লাইন দেখতে পাবেন সেখানে ক্লিক করলে বেশ কিছু অপশন আসবে আপনি জন্মনিবন্ধন লেখাটি চাপ দিয়ে ধরে থাকবেন। তারপর একটা Tab আসবে সেটি বাইরের দিক এ কিল্ক করে সরাই দিতে হবে, এরপর নিচের দিকে একটা অপশন আসবে জন্মনিবন্ধনতত্ত্ব সংশধন আবেদন সেখানে কিল্ক করবেন । এরপর স্ক্রল করে নিচে দেখবে্ন জন্মনিবন্ধন নাম্বার অপশন সেখানে আপনার জন্মনিবন্ধন নুম্বারটি দিয়ে দিবেন।
এরপর জন্ম তারিখ এর জায়গায় জন্ম তারিখটি দিয়ে দিবেন। এরপর অনুসন্ধান বাটনে ক্লিক করবেন ।এরপর নির্বাচন করুন বাটনে ক্লিক করবেন। এরপর আপনি কি নিশ্চিত অপশনটি আসবে তা confirm করবেন।এইবার স্ক্রল করে উপরের দিকে যাবেন,সেখানে দেখতে পাবেন জন্মতত্ত্ব সংশধনের জন্য আবেদন । এখন দেশ,বিভাগ,জেলা সিটি কর্পোরেশন,পৌরসভা,অফিস ইত্যাদি পূরণ করতে হবে।এরপর পরবর্তী লিখা অপশনে ক্লিক করবেন। এখন দেখতে পাবেন লাল কালি দিয়ে লিখা থাকবে সর্বোচ্চ চার বার জন্মনিবন্ধন সংশধন করতে পারবেন।
আরো পড়ুনঃ ২২ ক্যারেট সোনার দাম কত
এর নিচে বিষয় অপশনে ক্লিক করবেন তারপর নাম ইংরেজিতে ক্লিক করবেন। চাহিত সংশধন অপশনে আপনার নাম ইংরেজিতে বসান। সংশধনের কারনে ভুল তথ্য লিপিবধ্য করা হয়েছিল লিখবেন।আরো তথ্য সংশধন করুন অপশনে ক্লিক করুন ,এখন পিতার নাম ইংরেজি তে লিখবেন,মাতার নাম ইংরেজিতে লিখবেন,চাহিততত্ত্ব তে আপনার নাম ইংরেজিতে লিখবেন,আবার সংশধনের কারনে ভুল তথ্য লিপিবধ্য করা হয়েছিল দিবেন। এখন জন্মস্থানের ঠিকানা তে দেশ,বিভাগ,জেলা, পৌরসভা,ডাকঘর,গ্রাম,বাসা বা সড়কের নাম বা নাম্বার,এইগুলোর মধ্যে যেগুলো ইংরেজিতে চাইবে সেগুলো ইংরেজিতে লিখবেন।
আরো পড়ুনঃ ১৮ ক্যারেট সোনার দাম কত
এরপর স্থায়ী ঠিকানা তে একই জিনিস চাইবে আপনি আবার তা লিখবেন। আবার নিচের দিকে আবেদনকারির তথ্য লিখা দেখতে পাবেন,সেখানে আবেদনাধিন ব্যাক্তির সহিত সম্পর্ক অপশনে নিজ লিখা জায়গায় ক্লিক করবেন। এরপর আবেদনকারী ব্যাক্তির নাম,ঠিকানা ,ফোন নাম্বার,ই-মেইল দিবেন সংযুক্তিতে আপনার জাতীয় আইডি কার্ড এর ছবি দিতে হবে যেটি বাংলার পাশা পাশি ইংরেজিতে দেওয়া থাকবে।আপনার স্কুল সার্টিফিকেট এর ও ছবি দিবেন।এরপর পেমেন্ট এর অপশনে ফি আদায় এ ক্লিক করবেন।এরপর সাবমিট করবেন।এরপর আপনার তথ্য সঠিক হলে success লিখা আসবে।
জন্মনিবন্ধন প্রিন্ট করার নিয়ম
আপনাকে আবেদনপত্রের নাম্বার লিখে রাখতে হবে,আর এই নাম্বার কম্পিউটারের দোকানে বললে এই নাম্বার দিয়ে ট্রেক করে আপনার জন্মনিবন্ধনটির কপি প্রিন্ট করে দিবে ,অথবা ইউনিয়ন পরিশধে আপনার নাম্বার দিলে তারা প্রিন্ট করে দিবে,তারপর আপনার জাতীয় আইডি কার্ড ও স্কুল সার্টিফিকেট এর ফটোকপি জমা দিতে হবে । আপনার আবেদনপত্র টিও জমা দিবেন।তারপর সব কাগজ ঠিক থাকলে তারা আপনাকে বাংলার পাশাপাশি ইংরেজরতে জন্মনিবন্ধন টি প্রদান করবেন। এই সনদে সচিব এর বা মেয়র এর সাক্ষর লাগবে। তাই আপনাকে অনলাইনে সব কাজ করতে হলেও সিটিকরপোরেশনে বা ইউনিয়ন পরিশধে যাওয়া লাগবেই।
জন্মনিবন্ধন কেন যাচাই করবেন
আমরা এতক্ষণ অনলাইন জন্মনিবন্ধন যাচাই করার নিয়ম সম্পর্কে জানতে পারলাম।কিন্তু অনেকেই এই জন্মনিবন্ধন যাচাই করার উপকারিতা সম্পর্কে জানেনা । নিম্নে এই জন্মনিবন্ধন যাচাই করার কারণসুমূহ উল্লেখ করা হলোঃ
- বর্তমানে প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল জন্মসনদ লাগে,তাই আপনার সনদ টি ডিজিটাল কিনা জানার জন্য অনলাইনে জন্মনিবন্ধন যাচাই করার বিকল্প নেই।
- আপনার জন্ম নিবন্ধন্টি আসল কিনা জানার জন্য জন্মনিবন্ধন যাচাই করার প্রয়োজন।
- বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য এবং আরও অনেক কাজে সনদ টির দরকার হয়ে থাকে। তাই আগে থেকে যাচাই করে রাখা ভাল,যেনো ভুল ত্রুটি আগে থেকে ঠিক করে রখতে পারেন।
- নতুন ভোটার আইডি কার্ড তৈরিতে জন্ম সনদ থাকা আবশ্যক ।তাই একবার হলেও আপনার সনদটি যাচাই করে নিবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url