অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
আজকের বিষয় হলো অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানা ।আশাকরি মনোযোগ সহকারে পড়লে আপনারা দুইভাবেই অফলাই্নে এবং অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে সম্পর্কে জানতে পারবেন ।ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক । ইসলামী ব্যাংক বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক।
![]() |
অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম |
বাংলাদেশের সবথেকে বড় শরিয়াহ মোতাবেক পরিচালিত ব্যাংক হল বাংলাদেশ ইসলামী ব্যাংক । তাই এ ব্যাংক এর প্রতি এ দেশের মানুষের আগ্রহ ও ভালোবাসা অনেক । তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে বর্তমানে ঘরে বসে যেকোনো ব্যাংক একাউন্ট খোলা সম্ভব হয়ে উঠলেও অনেকেই এ সম্পর্কে অবগত নয়,আবার অনেকে নতুন ব্যাংক খুলতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। আশাকরি এই লেখাটি থেকে অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পূর্ণ জানতে পারবেন ।
পোস্ট সূচিপত্রঃ অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- ইসলামী ব্যাংক একাউন্ট কতো প্রকার
- ইসলামী ব্যাংক একাউন্ট সেলফিন অ্যাপ
- সেলফিন অ্যাপ ডাউনলোড
- সেলফিন অ্যাপ রেজিস্ট্রেশন
- ব্যাংক একাউন্ট এর ক্যাটাগরি নির্বাচন
- ইসলামী ব্যাংক একাউন্ট সক্রিয়করণ
- অনলাইনে ব্যাংকিং সেবা ব্যবহার
- অনলাইনে ব্যাংকিং সেবার নিরাপত্তা
- অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে শেষ কথা
অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে চান। ইসলামী ব্যাংক -এ মূলত দুইভাবে একাউন্ট খোলা যায়, একটি হলো আপনার নিকটস্থ ইসলামী ব্যাংক এর যেকোনো শাখায় যোগাযোগ করে আর অপর টি হলো অ্নলাইনের মাধমে সেলফিন অ্যাপ দিয়ে ।ব্যাংক এর শাখায় গিয়ে একাউন্ট খোলার জন্য পাসপোর্ট সাইজের দুইটি ছবি,জাতিয় পরিচয়পত্রের একটি ফটোকপি আবেদন ফরমের সাথে জমা দিতে হবে ।এছাড়া নমিনি হিসেবে একজনের পাসপোর্ট সাই্জের একটি ছবি ও তার জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপি ও জমা দিতে হবে ।
তারপর,আপনি নিজে বা তাদের থেকে উক্ত ফরমটি পূরণ করে প্রয়োোজনীয় সকল কাগজপত্র এবং ন্যূনতম আবেদন ফি বা জমা পরিমাণ টাকা দিয়ে একাউন্ট খোলার আবেদন করতে পারবেন । এখানে একহাজার টাকা আবেদন ফি নিয়ে থাকে।তারপর তারা সেসব তথ্য দিয়ে আপনাকে একাউন্ট খুলে দিবে । তবে উপরের নিয়ম গুলো মূলত সাধারণ একাউন্ট খোলার জন্য প্রযোজ্য ।
আরো পড়ুনঃ ১ ভরি সোনার দাম কত
কারণ, পার্সোনাল ব্যবসায়িক একাউন্ট খোলার জন্য আরও তথ্য ও প্রক্রিয়া আছে যা ব্যবসায়িক প্রয়জনীয়তা অনুযায়ী সাপেক্ষ করা হয় । এছাড়াও অধিক তথ্যের জন্য , ইসলামী ব্যাংক-এর সাইট অথবা শাখা অফিস এ যোগাযোগ করতে পারেন ।আশাকরা যায় যে,আপনাদের লিখাটি পড়ে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে কিছুটা ধারণা হয়েছে ।
ইসলামী ব্যাংক একাউন্ট কতো প্রকার
ইসলামী ব্যাংক অনেক ভালোভাবে তাদের গ্রাহকদের সার্ভিস দিয়ে থাকে । এ ব্যাংক অনেক ধরনের একাউন্ট খোলা যায়,গ্রাহক তার সুবিধা মোতাবেক একাউন্ট খুলতে পারবে ।তবে সব ব্যাংক এর মতো এ ব্যাংক এ একাউন্ট খুলতে কিছু নিয়ম আছে যেগুলো মেনে একাউন্ট খুলতে হবে । এছারা, ইসলামী ব্যাংক-এ একাউন্ট খুলতে হলে প্রয়োজনীয় অনেক কাগজপত্র লাগে যেগুলো ছাড়া একাউন্ট খুলা সম্ভব নয় ।
এ কাগজগুলো সম্পর্কে জানতে হলে পোস্ট টি শুরু থেকে শেষ পর্যন্ত পরতে থাকুন ।তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক , অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার বিস্তারিত নিয়ম ইসলামী ব্যাংক এ একাউন্ট খুলতে হলে প্রথমেই জানা উচিত এ ব্যাংক এর একাউন্ট এর ধরণ সম্পর্কে ।বর্তমান সময়ে এই ব্যাংক এ তিন ধরণের একাউন্ট খোলা যায় । এগুলো হচ্ছে-
- সেভিংস একাউন্ট
- স্টুডেন্ট একাউন্ট
- কারেন্ট একাউন্ট
ইসলামী ব্যাংক একাউন্ট সেলফিন অ্যাপ
সেলফিন অ্যাপ হল অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম । যা আপনাকে মোবাইল ফোন থেকে ব্যাংকিং সেবা প্রদান করে থাকে । এই অ্যাপ টির মাধ্যমে একাউন্ট খোলা,টাকা স্থানান্তর,বিল পেমেন্ট ইত্যাদি ব্যাংকিং কার্যক্রম করতে পারবেন । সেলফিন অ্যাপটি ব্যবহার করতে প্রথমে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে ।
সেলফিন অ্যাপ এর সুবিধাসমূহঃ
- নতুন একাউন্ট ঘরে বসেই তৈরি করা যায় ।
- ফান্ড ট্রান্সফার,বিল পেমেন্ট,এছাড়া অনান্য ব্যাংকিং কার্যক্রম করা সহজ ।
- আপনার একাউন্ট এর মাসিক স্টেট্মেন্ট ও লেনদেন এর ঘটনা সমূহ দেখতে পারবেন।
সেলফিন অ্যাপ ডাউনলোড
সেলফিন আ্যপ ডাউনলোড করতে হলে প্রথমে আপনার মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ চালু
করতে হবে এরপর গুগল প্লে স্টোর থেকে "CellFin islami bank" লিখে সঠিক অ্যাপটি
নির্বাচন করে ডাউনলোড ক্রুন ।ইন্সটলেশন প্রক্রিয়া সম্পন্ন হলে অ্যাপটি ওপেন করে
পরবর্তী ধাপগুলো অনুসরণ করুন।অ্যাপটি আপনার ফোনের কিছু অনুমতি চাইবে যেমন
ক্যামেরা,মাইক্রফোন, এবং লোকেশন।
এই অনুমতিগুলো অ্যাপটির সঠিক কার্যকারিতার
জন্য প্রয়জনীয় ।
সেলফিন অ্যাপ রেজিস্ট্রেশন
অ্যাপটি ওপেন হলে রেজিস্ট্রার বাটনে চাপ দিন ।এরপর বিভিন্ন নির্দেশনা দেখাবে
,কিন্তু আপনাকে
Next বাটনে চাপ দিতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত
Registration From আর Natinal ID এর অপশন না আসে ।এরপর দেশের মধ্যে অবস্থান
করলে Registration From Bangladesh অপশনে চাপ দিতে হবে,আর যদি দেশের বাইরে
অবস্থান করেন তাইলে Registration from Aboard অপশনে চাপ দিতে হবে ।নতুন একাউন্ট
করতে হলে আপনাকে National Id অপশনে চাপ দিতে হবে।তারপর আপনার মোবাইল নাম্বার এবং
৬ সংখ্যার পিন সেট করুন ।এরপর আপনার মোবাইলে OTP নাম্বার আসবে ,যা প্রবেশ
করিয়ে আপনার নাম্বার যাচাই করতে পারবেন।
পরিচয় যাচাইকরন
এই ধাপে আপনার NID কার্ড এর সামনের ও পিছনের অংশের ছবি চাইবে,তখন ছবি তুলে তা আপলোড করতে হবে । এই ছবি গুলো পরিস্কার এবং স্পষ্ট হতে হবে।
ঠিকানা এবং পেশা সংক্রান্ত তথ্য প্রদান
এই ধাপে আপনার বর্তমান ঠিকানা উল্লেখ করুন এবং আপনার পেশা নির্বাচন করুন। যা ব্যাংকিং কার্যক্রম পরিচালোনার জন্য পরবর্তীতে ব্যাবহার হতে পারে ।
প্রোফাইল তথ্য প্রদান এবং ছবি আপলোড
এই ধাপে আপনার নাম,ইমেইল এড্রেস,এবং একটি প্রফাইল ছবি আপলোড করতে হবে । এই তথ্যগুলো আপনার একাউন্ট এর সাথে সংযুক্ত থাকবে,তাই সঠিক তথ্য প্রদান করুন । আপনার প্রফাইল ছবিটি অবশ্যই স্পষ্ট ও পরিষ্কার হতে হবে এবং আপনার মুখ পুরোপুরি দৃশ্যমান হতে হবে ।কেনোনা এটি অফিশিয়াল ডকুমেন্ট হিসেবে ব্যবহৃত হবে ।এরপর একটি সাকসেস ম্যাসেজ আসবে,সেখান থেকে Log In বাটনে চাপ দিয়ে Log In করতে হবে আপনার মোবাইল নাম্বার এবং সেট করা ৬ সংখ্যার পিন দিয়ে Log In করতে হবে।
আরো পড়ুনঃ ছাত্র অবস্থায় টাকা আয় করার উপায়
এরপর একটি স্ক্রিন আসবে সেখান থেকে Open A/C অপশনে চাপ দিতে হবে ,তারপর যে একাউন্ট খুলতে চান আপনি সেটি সিলেক্ট করুন । চেষ্টা করতে হবে নিক্টস্থ কোন শাখা সিলেক্ট করার যাতে কোন প্রয়োজনে আপনি তাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন ।এরপর আপনার পিতা মাতার নাম,বৈবাহিক অবস্থা,মাসিক আয়ের উৎস এবং বর্তমান ঠিকানা প্রদান করুন । এভাবে প্রয়োজনীয় ঠিকানা প্রদান করুন। সবকিছু ঠিক আছে কিনা চেক করুন আর ভুল চোখে পড়লে তা ঠিক করে Confirm বাটনে চাপ দিন ।
ব্যাংক একাউন্ট এর ক্যাটাগরি নির্বাচন
- Mudabara Saving Account (MSA): এটি সাধারণ সঞ্চয়ী একাউন্ট ,যা ব্যক্তিগত সঞ্চয় এর জন্য ব্যবহার করা হয় ।
- Mudabara Monthly Profit Deposit Account (MMPDA): এটি মাসিক ভিত্তিতে মুনাফা প্রদান করে ।মাসিক আয় এর জন্য এটি উপযুক্ত হতে পারে ।
- Mudabara Special Saving Account (MSSA): এটি বিশেষ সঞ্চয়ী একাউন্ট,যেটি নির্দিষ্ট সময়ের জন্য সঞ্চয় রেখে বেশি মুনাফা প্রদান করে ।দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য এটি উপযুক্ত হতে পারে ।
ইসলামী ব্যাংক একাউন্ট সক্রিয়করণ
ইসলামী ব্যাংক একাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর ,এটি সক্রিয় হতে ৭ থেকে ১০ দিন সময় লেগে থাকে । একাউন্ট সক্রিয়করণের জন্য আপনাকে একটি অটো ডেবিট ট্রানজেকশন ফর্ম পূরণ করতে হতে পারে ।একাউন্ট সক্রিয় হয়েছে কিনা নিশ্চিত করার জন্য , ব্যাংকের কাস্টমার কেয়ার এর সাথে যোগাযোগ করতে পারেন বা সেলফিন অ্যাপ এর মাধ্যমে একাউন্ট এর স্ট্যাটাস চেক করতে পারেন ।
অনলাইনে ব্যাংকিং সেবা ব্যবহার
একাউন্ট সক্রিয় হয়ে গেলে ঘরে বসে অথবা যেকোন স্থানে, যেকোনো সময়ে অনলাইনের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারেন ।আপনাদের সুবিধার জন্য ইসলামী ব্যাংক- এ বাংলাদেশ এবং বিদেশ থেকে ফোন করতে পারবেন এমন দুইটি ফোন নাম্বার দেওয়া হলো-
- ১৬২৫৯(বাংলাদেশ)
- +৮৮০৯৬১১০১৬২৫৯(বিদেশ)
ইসলামী ব্যাংক একাউন্ট এর হোয়াটস অ্যাপ নাম্বার হলো +৮৮০১৩১৩০১৬২৫৯ ।এই নাম্বার দিয়ে হোয়াটস অ্যাপ এর মাধ্যমেও যোগাযোগ করতে পারবেন, অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে ।
অনলাইনে ব্যাংকিং সেবার নিরাপত্তা
উপরে আমরা অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে পারলাম,এখন অনলাইনের ব্যাংকিং সেবার নিরাপত্তা সম্পর্কে জানবো ।কেননা অনলাইনে খুব সহজে ব্যাংকিং সেবা পাওয়া গেলেও আমাদের কিছু সতর্কতাও অবলম্বন করতে হবে ।আপনার পিন এবং পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করতে হবে এবং ফিশিং স্ক্যাম থেকে সতর্ক থাকুন ।আপনার পিন এবং পাসওয়ার্ড কাউকে জানাবেন না।
অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে শেষ কথা
আজকের এই পোস্টে অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা চেষ্টা করেছি সহজ ভাবে যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরার। আশা করা যায় আপনারা পোস্ট টি থেকে উপকৃত হয়েছেন। অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার জন্য উপরের নিয়ম মেনে চললে আশাকরি খুব সহজেই একাউন্ট খুলতে পারবেন । এ ধরণের নিত্য নতুন তথ্য জানতে আমাদের ওয়েব সাটাইটটি ফলো করুন ধন্যবাদ ।
sarrah
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url